Farmers\' Protest: কৃষক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত দিল্লি-জয়পুর হাইওয়ে, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

2021-01-04 2

৩ জানুয়ারি ভুডলা-সাংওয়ারি গ্রামের কাছে দিল্লি-জয়পুর হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষে পুলিশ এবং কৃষকেরা। রিপোর্ট অনুযায়ী, ধারুহেরা শহরের কাছে মাসানি ব্যারেজের কাছে কৃষকেরা পৌঁছতেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়ে। কৃষকদের পথ আটকাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ, কৃষক-পুলিশ সংঘর্ষের সময় আগুন লাগিয়ে দেওয়া হয় একটি ট্রাক্টরে। প্রতিবাদকারী কৃষকেরা দিল্লির দিকে এগোতেই রাস্তা আটকে দাঁড়ায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় কৃষক এবং পুলিশের সংঘর্ষের ভিডিও ভাইরাল হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, ভুডলা-সাংওয়ারি গ্রামে দফায় দফায় সংঘর্ষ বাঁধে কৃষকদের সঙ্গে। মাসানি ব্যারেজের সামনে কৃষকদের আটকে দেয় পুলিশ। ৪ জানুয়ারি কৃষক আন্দোলন ৩৮-তম দিনে পড়ল, লোহরিতে ৩ জানুয়ারি কৃষি আইন সংক্রান্ত সমস্ত কাগজপত্র পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকেরা। ৪ জানুয়ারি সপ্তম দফার বৈঠক হওয়ার কথা কৃষকদের সঙ্গে কেন্দ্রের, এই বৈঠকে কোনও সমাধানসূত্র আদৌ বেরোবে কি না সেটিই এখন দেখার। ৩ জানুয়ারি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।